ঢাকাSaturday , 2 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • অজ্ঞাত মরাদেহের পরিচয় মিলেছে

    দেশ চ্যানেল
    September 2, 2023 5:58 am
    Link Copied!

    সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি নড়াইল

    নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত মরাদেহর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে পিবিআই।মাত্র ৪৫ মিনিটে মরাদেহর ঠিকানা সনাক্ত করেছে।

    . লোহাগড়া থানা অজ্ঞাত মরাদেহ উদ্ধারের ৬ ঘন্টা পর পিবিআই ৪৫ মিনিটে
    উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত মরাদেহর পরিচয় সনাক্ত করতে সক্ষম পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় প্রাপ্ত লাশের পরিচয় সনাক্ত করণ সম্ভব হয়েছে।
    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুলিশ সুত্রে অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানা যায়। উল্লেখিত মরাদেহর পরিচয়- নামঃ মোঃ লিটন হোসেন (৪১), পিতাঃ মোঃ মুজিবর রহমান ঢালি, মাতাঃ মাফুজা বেগম, গ্রামঃ নিজদেবপুর, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা।

    উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া বাজার সংলগ্ন খেয়াঘাটে রিভার ভিউ মার্কেটের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

    পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর)
    সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের পাশে রিভার ভিউ মার্কেটের নীচে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌত ভাবে মরাদেহ উদ্ধার করে।

    সর্বশেষ এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, লোহাগড়া বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের পাশে রিভার ভিউ মার্কেটর নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST