ঢাকাThursday , 18 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অপ্রত্যাশিত প্রাপ্তির পেছনে সকল অবদান এলাকার জনগণের, খুলনা সফরে ভূমি মন্ত্রী!

দেশ চ্যানেল
January 18, 2024 3:17 pm
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

দ্বাদশ জাতীয় সংসদের নবগঠিত মন্ত্রী পরিষদের ভূমি মন্ত্রী খুলনা- ৫ আসনের নির্বাচিত এমপি নারায়ণ চন্দ্র চন্দ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা সফরের উদ্দেশ্যে নগরীর সার্কিট হাউজে এসে পৌঁছালে সেখানে ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানিয়ে বরণ করে নেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম- সেবা।
এ সময় তানার সঙ্গে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) মোহাম্মদ নিজামুল হক মোল্লা, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম -সেবা, ডেপুটি পুলিশ কমিশনার( দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম।
এ সকল ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণ নতুন ভূমি মন্ত্রীর সাথে শুভেচ্ছা ও কূশল বিনিময় করেন।
পরে মন্ত্রী ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হৃদয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশ উন্নয়নের অগ্রপ্রতিক গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভূয়ষী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি অতি সাধারণ একজন মানুষ ব্যক্তিগত কর্মজীবনে স্কুলের শিক্ষক পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে পছন্দ করে তানারই প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে প্রথমে একজন সাধারন ইউপি চেয়ারম্যান পরে পর্যায়ক্রমে খুলনা জেলার ছয়টি নির্বাচনের সংসদীয় আসনের মধ্য খুলনা – ৫ আসন থেকে ওই এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় বারবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিজয় অর্জন করতে সক্ষম হই।
আর তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেশের মন্ত্রী পরিষদের গুরু দায়িত্ব মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বভার অর্পণ করেন।
এবং সে ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর আজ্ঞা ও আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি এবং ওই আসনের সকল সাধারণ জন দুঃখী মানুষদের পাশে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু তথা তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতির অগ্রপ্রতিক হয়ে এলাকায় কাজ করি।
এবং তারই প্রতিফলন হিসেবে সকল বাধা বিঘ্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সাধারণ মানুষের অকৃত্রিম ভালবাসা অর্জন করতে পেরে নিকটতম বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকার প্রতীকের সম্মান অখুন্ন রাখতে পেরেছি ফলে প্রধানমন্ত্রী অযাচিতভাবে আমাকে এবারও দেশের অন্যতম গুরুদায়িত্ব ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন আর এই মহৎ প্রাপ্তির পেছনে আপনাদেরই আমার প্রতি ভালোবাসা ত্যাগ তিতিক্ষা ভয়-ভীতি উপেক্ষা করেছেন।
আর আপনাদের এই অকৃত্রিম অবদান আমি হৃদয় ধারণ করে সারা জীবন মনে রাখবো এবং আপনাদের সেবক হিসেবে পাশে থাকবো।
এবং আমি যেন প্রধানমন্ত্রীর দেওয়া এই গুরু দায়িত্বভার সঠিক ও নিষ্ঠার সাথে সততার প্রতীক হয়ে কাজ করতে পারি তার জন্য আপনারা আমার পাশে থাকবেন।
পরে ভূমি মন্ত্রী তানার নিজ এলাকা খুলনা ৫ আসন ডুমুরিয়ায় প্রতীক্ষমান জনগণের উদ্দেশ্য রওনা করেন।
তার আগে খুলনার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক মন্ত্রীকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST