মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রায় অর্ধশত বছরের অবহেলিত একটি রাস্তা ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সংস্কার করে দিলেন স্থানিয় ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান ।
সরজমিনে দেখা যায়,উত্তর মকিমপুর নিজুর বাড়ী থেকে বাজার ব্রিজ পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার সংস্কার করা হয়েছে ।
জানা যায়,এক সময় গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন ছিলো হাজারো মানুষের যাতায়াত।প্রায় বিলুপপ্ত এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় পথচারীরা।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার অবস্থা খারাপ ছিলো্। গ্রামের অনেক মানুষের চলাচলে কষ্ট হয়েছে। শাহীনুর মেম্বার রাস্তাটি মেরামত করে দেয়ায় আমরা আনন্দিত।
ইউপি সদস্য মোঃ শাহীনুর রহমান বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির অর্থায়নে অবহেলিত এই রাস্তাটুকু সংস্কার করতে পেরেছি। এরকম উন্নয়নমূলক কাজ করে, সবাই মিলেমিশে এই ওয়ার্ডটাকে এগিয়ে নিতে চাই।