আনারুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয় নাট্যকার, অভিনেতা, লেখক ও পরিচালক বৃন্দাবন দাস সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামালউদ্দীন বৃন্দাবন দাসের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন কর্মস্থলের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।
অন্যদিকে, স্বামীর এই অর্জনে অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লম্বা একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বৃন্দাবন দাসকে অভিনন্দন জানিয়েছেন
১৯৮৫ সালে চাটমোহর সাংস্কৃতিক পরিষদে ‘চোর’ নাটকের ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয় জীবন। তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলো মধ্যে রয়েছে কাঁদতে মানা, হাড়কিপ্টে, ভদ্রপাড়া,দড়ির খেলা,অরণ্য,সংবাদ,কন্যা ইত্যাদি।।