মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় , তারা নির্বাচনে এলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। তারা যতই আন্দোলন করুক না কেন ,বিএনপি-জামায়াতের এতো শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেবে। আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।আপনারা নির্বাচনে আসুন এবং সন্ত্রাসের পথ পরিহার করুন,জালাও-পোড়াও বন্ধ করুন। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক আমরা এটাই আশা করি।
শুক্রবার (২৪শে নভেম্বর) সন্ধ্যায় জাগীর উচ্চ বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জালাও-পোড়াও করলে কখনো ভোট আসে না। মানুষের ক্ষতি করে, হত্যা করে কখনো ভোট পাওয়া যায় না। আপনারা জানেন নির্বাচনে আসলে আপনাদের বহু লোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে । আপনাদের ক্ষমতায় আসার কোন সুযোগ নাই। আপনারা এটা জানেন বিধায় নির্বাচনে আসেন না।
সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দীন, পৌর মেয়র মোঃ রমজান আলী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দিক খান তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।