বিপ্লব সাহা,খুলনা ব্যুরো :
সরকার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আজ মঙ্গলবার ২২ আগস্ট সারাদিন অহিংস শহরতালের ডাক দিয়েছিল প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল।
যদিও গত শনিবার দলটি পদযাত্রা ও পথসভায় রাজধানীর শাহবাগ মোড় থেকে এই কর্মসূচী পালনের আহ্বান করা হয়েছিল।
অথচ আজ সকাল থেকে উচ্চবাচ্য সারা শব্দ কোন কিছুই পরিলক্ষিত হয়নি দেশের জনগণের মাঝে।
যথারীতি চলেছে বাস গাড়ি রিকশা দোকানপাট খুলেছে শপিংমল খুলেছে।
দেশের অধিকাংশ মানুষ জানেই না হরতাল নামক কঠোর কোন কর্মসূচি দেশ জুড়ে আজ পালিত হচ্ছে।
অথচ কোন এক সময় দেশের রাজনীতি প্রেক্ষাপট উত্তপ্ত করতে হলে হরতাল নামক শব্দটি ছিল দেশের জনগণের কাছে আতঙ্ক।
এই হরতাল কর্মসূচির পূর্ব দিন সন্ধ্যা থেকে মশাল মিছিল লাঠি মিছিল সতর্কীকরণ বিভিন্ন হুঁশিয়ারি মিছিলের মাধ্যমে সতর্ক করা হতো সাধারণ জনগণদের।
আর এই শ্লোগানের প্রধান শব্দ ছিল গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না হরতাল হরতাল আগামীকালের হরতাল মানতে হবে মানতে হবে।
তাছাড়া হরতালের দিন ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের প্রতিটি শহরের মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে পুলিশ ও দলীয় কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতো রিক্সা গাড়ি বন্ধ করে দেওয়া হোতো এমনকি গাড়িতে অগ্নিসংযোগ পর্যন্ত করা হতো।
অথচ সরকার মেয়াদ শেষ মুহূর্তে দেশ জুড়ে চলছে সরকার বিরোধী তুখোর আন্দোলন তা সত্ত্বেও আজকের ডাকা হরতালের কোন সাড়া শব্দই নেই দেশজুড়ে।
খুলনা শহরের অধিকাংশ মার্কেট শপিংমলের দোকান মালিকদের নিকট হরতালের ব্যাপারে জানতে চাইলে তারা হাস্যকর ভাবে বলে কিসের আবার হরতাল হরতাল বলে কোন শব্দই নেই। আমরা জানিনা হরতাল কবে আর কোন দল বা কারা হরতাল ডেকেছে।
আর হরতাল ডাকলে তো বিএনপি ডাকবে তারা তো তাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতালের কোন কর্মসূচি উল্লেখ নাই। তাছাড়া দেশের জনগণের এখন ভাত কাপড়ের অভাব সবকিছু মিলে আছে রুটি রুজির ধান্দায়।
এই মুহূর্তে হরতাল কেন কারফিউ দিলেও জনগণ মানবে না।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                