ঢাকাMonday , 16 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আজ মহান বিজয় দিবস, বাঙালী জাতীর প্রত্যাশিত স্বপ্ন পূরণের দিন! 

দেশ চ্যানেল
December 16, 2024 9:52 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

নির্ভীক বীর বাঙালি পরাধীনতার শৃংখল থেকে মুক্তি পাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ আর তিন লক্ষ নারীর সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত বাংলাদেশ যা বিশ্বের মানচিত্রের বুকে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলার আকাশে সবুজের বুকে লাল রক্ত খচিত পতাকা উড়িয়ে উন্মুক্ত পাখির মত সীমাহীন আকাশে মুক্তির বার্তা নিয়ে ডানা মেলে ছিল, এবং অধিকার আদায় করে একখণ্ড ভূমিকে নিজেদের বলে দাবি করতে সক্ষম হয়েছিল দেশের সূর্য সন্তানেরা, আজ তারই প্রত্যয় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর সোমবার প্রাতে জেলা প্রশাসকও প্রত্যুষে প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা হয়েছে। পরে নগর ভবনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রক্তাক্ত এক সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এ দিনে মুক্তিকামী মানুষ সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটিয়েছিলেন। পরবর্তীতে ২৪’শের জুলাই-আগস্টে ছাত্র-জনতা আরেকটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রচেষ্টা শুরু করেছে। তাঁদের সেই স্বপ্ন পূরণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অবক্ষয় প্রতিরোধে প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নবান হওয়ার আহবান জানান। উল্লেখ্য, মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন; নগর ভবনসহ কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং বিকাল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়া কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হয়। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ তাছরিনা বেগম, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন দেশ স্বাধিকা অর্জনের ক্ষেত্রে ৭১ সালে শহীদদের অবদান ছিল অপরিহার্য তারপর একের পর এক ঘাত প্রতিঘাত ও আওয়ামী লীগের দুঃশাসনের ১৫ বছরের বিভীষিকাময় ইতিহাস অতিবাহিত করে গেল পাঁচ আগস্ট নতুন একটা সূর্যের জন্ম দিয়েছে বাংলাদেশের অসংখ্যা সূর্য সন্তানেরা ফলে আজকের এই বিজয় দিবসের দিনে সেই সকল শহীদদের প্রতি ও গভীর বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা প্রতিটি বাঙালিরই কর্তব্য ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST