আদর্শের সৈনিক
মখলেসুর রহমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের তরে হয়ে গেলে তুমি হাসিমুখে কোরবান।
ভাবোনি কোভু নিজেকে নিয়ে ব্যর্থত হও নি পরিবারের ব্যয়ে।
চষে বেড়িয়েছ সারা জীবন ভর স্বাধীনতার স্বাদ দেশ ও জাতির তর ।
নির্যাতনের বিভীষিকা কারে কয়
করনি পরোয়া রাখোনি ভয়
জাতির ভালোবাসায় সিক্ত হয়ে
স্বাধীনতা ছিল তোমার শূধুই প্রত্যয়।
তুমি হলে জাতির পিতা বাংলার বন্ধু
বাঙালি র কান্ডারী।
তোমার শৌর্য আর বিযের বলে
ফিরে পাই মোরা তরী।
এনে দিলে তুমি লাল সবুজের পতাকা
স্বাধীন বাংলাদেশ।
বিশ্বের দরবারে মোরা মযাদাশীল জাতি
গৌরবের নাইকো শেষ।
সোনার বাংলা গড়ে তোলা
ছিল তোমার হাবিলাষ।
আমরা তোমার আদর্শের সেনা-
অঙ্গীকারাবদ্ধ পুরণে তোমার মনের সাধ।