জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বরণ,ক্যাম্পাস ক্যান্টিনের ফলক উন্মোচন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুন ক্যাম্পাস ক্যান্টিনের উদ্বোধন করেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় প্রতিষ্ঠানের সভাপতিসহ জিবি সদস্য, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী,অবিভাবক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে কলেজের হল রুমে একাদশ দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করেন। এ সময় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনুর সভাপতিত্বে এবং ক্রিড়া শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভায়, প্রধান অতিথি শারমিন আক্তার জাহান প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের কথা বলেন পাশাপাশি শিক্ষকদের বলেন আপনারা বাড়িতে লেখাপড়া করে ছাত্রদের শিক্ষা দেন। তাছাড়া তিনি নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আটিসি)আহসান মাহমুদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ,সহকারী কমিশনার (ভূমি)মিঠুন মৈত্র, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,জিবি সদস্য শ,ম কামাল হোসেন রিন্টু,উপজেলাবিএনপির সহ সভাপতি রইচ উদ্দিন পলু প্রমুখ।