মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ে বোদা উপজেলা বোদা পৌরসভা 5 নং ওয়ার্ড শহিদুল কাসাই এর বাড়ি হতে আব্দুর রউফ এর মিল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। রাস্তাটি পরিদর্শন করে দেখা যায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে এবং রাস্তাটির অনেক জায়গায় বড় বড় গর্ত হয়েছে। উক্ত রাস্তাটিতে জনসাধারণের চলাচলের সময় পড়ে গিয়ে দুর্ঘটনার স্বীকার হতে হয়। রাস্তাটি মেরামত হলে জামাদার পাড়া কুড়ালিপাড়া দুটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। এলাকাবাসীর দাবি উক্ত রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। বোদা পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয় সাথে কথা বলে জানা যায় বোদা পৌরসভার দু এক জায়গা বাদে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং জামাদার পাড়ার রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে। মেয়র মহোদয় বলেন ইতিমধ্যে আমি বোদা পৌরসভায় বেশ কয়েকটি রাস্তা ড্রেন পৌরসভার বাতি বোদা কলেজ পাড়ার পাথরাজ নদীর বাঁধের কাজ সহ অনেক দৃষ্টিনন্দন কাজ করেছি। আমি বরাদ্দ পেলেই বোদা পৌরসভায় জেগুলি রাস্তা চলাচলের অনুপযোগী সেগুলো রাস্তা সর্ব প্রথমে করব ইনশাল্লাহ। বোদা পৌরবাসী আপনারা সময় মত পৌর কর পরিশোধ করবেন। কারণ পৌরসভার অর্থায়নে অনেক উন্নয়নের কাজ হয়।