শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা হাবিবুর রহমান, নায়েবি আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা।
গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা মাস্টার রেজাউল করিম, নির্বাচনী আসন পরিচালক, শার্শা উপজেলা জামায়াতে ইসলামী সমাবেশ পরিচালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন,আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করতে হলে এখন থেকেই নির্বাচনকেন্দ্রিক সংগঠনের সকল কার্যক্রম নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে। শার্শা উপজেলায় বর্তমানে ৩ লাখ ৭৯ হাজার ৭৯ জন ভোটার রয়েছেন। আমাদের বিজয় নিশ্চিত করতে হলে অন্তত ২ লাখ ভোটারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে।”
তারা আরও বলেন,আমাদের হারাবার কিছু নেই। যা হারানোর ছিল, আমরা সব হারিয়েছি। সুতরাং ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। আমরা জীবন বাজি রেখে কাজ করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস ও দখলমুক্ত একটি বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ।”
সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।