শামীম রেজা আলমডাঙ্গা প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ-
স্মার্ট বাংলাদেশ ও ভিশন:২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গীবাদ ও নাশকতা, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল এগারোটার সময় ১৪ নং চিৎলা ইউনিয়ন পরিষদ হল রুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বলেন বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আমাদের সকলের একসাথে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজের ভূমিকা অপরিসীম। সরকারের সকল প্রকার সেবা আজ আধুনিক হয়েছে, হাতের মুঠোয় সকল সেবা পাচ্ছেন, মা-দের উদ্দেশ্যে তিনি বলেন নারী আজ সমাজের সকল স্তরে কাজ করছে, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সমাবেশে সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্নস্তরের নারী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।