আলীকদম উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল।

Spread the love

আলীকদম( বান্দরবান)   সমর রঞ্জন বড়ুয়া

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে বান্দরবান জেলার বীরপুত্র, উসিং হাই রবিন বাহাদুর কে সহ-সভাপতি মনোনীত করায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ কে অভিনন্দন জানিয়ে, আনন্দ মিছিল করেছেন আলীকদম উপজেলা ছাত্রলীগ।

শনিবার (১৫জুলাই) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে আলীকদম বাজারের গুরুত্বপূর্ণ পদ পদক্ষিণ করে দলিয় কার্যালয়ের সামনে এসে  শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত আনন্দ মিছিলে ছাত্রলীগ সাথে যোগ দেন আলীকদম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তৃতা আলীকদম উপজলা আওয়ামীলীগের সিঃ সহসভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত  সদস্য,বাবু ধুংড়ি মার্মা বলেন- ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ছাত্রলীগ আর বাংলাদেশ এক এবং অভিন্ন অংশ, সেই ইতিহাসের অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য যেভাবে  এগিয়ে যাচ্ছে থাতে কোন  প্রকার কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে অনুরোধ করেন এবং সাম্প্রদায়িকতার স্থান যেন ছাত্রলীগের না হয়।
বান্দরবান ৩০০ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের সুযোগ্য সন্তান, মেধাবী, পরিচ্ছন্ন  মানবিক ছাত্রনেতা উসিং হাই রবিন বাহাদুর কে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত করায়,  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিঠির সভাপতি  সাধারণ সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি, জাবেদ হোসেন রুবেল
বলেনঃ- বান্দরবান পার্বত্য জেলার নির্যাতিত নিপীড়িত, অসহায়,মেধাবী ছাত্রদের একমাত্র বাতিঘর ছাত্র সমাজের অহংকার, উসিং হাই রবিন বাহাদুর কে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সহ-সভাপতি মনোনীত করাই আলীকদম উপজেলা ছাত্রলীগ অত্যন্ত আনন্দিত। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *