আশুগঞ্জ প্রতিনিধি::
পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,এলজিইডি এর সহযোগিতায় ৩০ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার(০৭অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে। মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এই কার্যক্রম হাতে নেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন,বনভূমি ধ্বংস করে নির্মাণ হচ্ছে বাসস্থান। এতে পানি দূষণ ও বায়ু দূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে। তাই উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।