যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি ) :-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার
রামগড় থানার ৩টি জিআর পরোয়ানাভুক্ত ০১জন আসামিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
রামগড় থানা অফিস ইনচার্জ (তদন্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রামগড় থানার কর্মরত এস আই মোহাম্মদ সামছুল আমিন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো:ইব্রাহিম খলিল বাবু (২৫) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।আসামি মৃত মো:- আব্দুর রাজ্জাকের ছেলে।তিনি রামগড় পৌর সভার ইসলামপুর এলাকার বাসিন্দা।
আজ ৮ জানুয়ারি সোমবার রাত ০৮:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ডেবার পাড়স্থ ঝুলন্ত ব্রিজের দক্ষিণ গেইটের সামনে জগন্নাথ পাড়া গামী পাকা রাস্তার উপর হতে রামগড় থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় ৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিলকে ১৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। রামগড় থানার মামলা নং ০৫ ধারা ১৯৯০সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় রুজু করে আসামিকে আইনের যথার্থ নিয়মে ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান।