মোঃরিপন রেজা রিপোর্ট নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার ব্যস্ততম রাস্তা মোগরাপাড়া চৌরাস্তা হতে বৈদ্যের বাজার পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফিরেছে শৃঙ্খলা। যানজটমুক্ত ও জনব ভোগান্তি কমাতে এক লেনের রাস্তাকে করা হয় দুইলেনে।সোনারগাঁ প্রশাসন কর্তৃপক্ষের উদ্যোগে নেওয়া হয় এই ব্যবস্থা।বুধবার বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফারজানা রহমান যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন আসেন।সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন যাবত প্রশাসনের গাফিলাতিতে দেখা দেয় জনভোগান্তির।এ ভোগান্তি একেবারেই নাজেহাল করে দিয়েছে।সবচেয়ে বিপাকে জরুরী সেবার গাড়ী,শিক্ষার্থী, কর্মজীবি ও ব্যবসায়ীরা।যানজটের জনভোগান্তিতে তীব্র ক্ষোভ দেখা দেয় চলাচলকারীদের।যানজটের ভোগান্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসন কর্তৃপক্ষের।রাস্তাটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় মোগরাপাড়া চৌরাস্তা হতে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,থানা সহ সরকারি দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন রয়েছে,এই গুরুত্বপূর্ণ রাস্তাতে অবৈধভাবে অটো-রিকশা,ভ্যান, সিএনজি ও যাত্রিবাহী বাসগুলো সড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলে সুবিধার্থে পার্শ্ববর্তী আশপাশের উপজেলার লোকজন এ সড়কে চলাচল করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান বলেন এখন থেকে সিএনজি ও অটোরিকশা ষ্ট্যান্ড এলাকায় আর এলোমেলোভাবে কোন গাড়ী রাখতে দেয়া হবে না।জনসাধারণ যেন ভোগান্তির শিকার না হয় এ জন্য কাজ করা হচ্ছে। রাস্তার উপর যানবাহন না রেখে নিধার্রিত স্থানে রাখার জন্য বলা হচ্ছে।এর পরেও যদি এলোমেলোভাবে গাড়ী রাখা হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,সোনারগাঁ উপজেলার সাংবাদিকবৃন্দ প্রমুখ।