উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে থানা-পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে এ সকল আসামিদের গ্রেপ্তার করা হয়।
মারামারির মামলায় উপজেলা চর মোহনপুর গ্রামে জেলহক হোসের ছেলে নাসির উদ্দীন (২৮), আমজাদ হোসেনের ছেলে জেলহক (৪৫), তরিকুল (২৫), সজিব (২০) কে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় পৌরশহরের শ্রীকোলা মহল্লার ফরজ আলীর ছেলে রাকিব মন্ডল (২৬), পূর্বদেলুয়া গ্রামের আব্দুল কাসেমের ছেলে আব্দুর রহিম (২৭), এনায়েতপুর গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে কিরণ খান (২৩), চৌবিলা গ্রামের মৃত আফছার সেখের ছেলে আসলাম পারভেজ (২৬)। এছাড়াও ভ্যান চুরি মামলায় উপজেলার বালসাবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন, ১৫১ ধারায় উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবান সরদারের ছেলে শামীম সরদার (৩২), কোর্টের ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার রামকান্তপুর গ্রামের সামাদ প্রামাণিকের ছেলে আল আমিন (৩৫)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক, মারামারি, চুরি সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।