ঢাকাTuesday , 29 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

একনেকে হাতিয়ায় নদী ভাঙন রোধে ৩৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

দেশ চ্যানেল
August 29, 2023 11:35 am
Link Copied!

রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সময় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) (২য় সংশোধিত); গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়); জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প; মেঘনা নদীর ভাঙন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নলের চরে নির্মিত অবকাঠামোসমূহ রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন প্রকল্প অনুমোদন হয়েছে।
এতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৪ হাজার ৭৭ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

উল্লেখ্য- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া বহু বছর আগ থেকে নদী ভাঙনে শিকার। এতে হাজার হাজার মানুষের বাড়ি ঘর নদী ভাঙনে বিলীন হয়েছে।
হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন- হাতিয়া বাসীর স্বপ্ন,প্রাণের দাবী পুরণ”আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা আজ একনেক সভায় হাতিয়া নদী ভাঙ্গন রোধে ব্লক বরাদ্দের ১ম প্রকল্প অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হাতিয়ার গনমানুষের প্রিয় জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব ও প্রিয় নেত্রী আয়েশা ফেরদাউস এমপির প্রতি।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন- আমরা হাতিয়া দ্বীপ উপজেলা হওয়ার কারণে নদী ভাঙনে শিকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে ধন্যবাদ আমাদের নদী ভাঙনে রোধে প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য ।
হাতিয়ার ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপি বলেন – হাতিয়া বাসীর প্রাণের দাবি ছিল নদী ভাঙন রোধ চাওয়া।আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা তাদের স্বপ্ন পুরণের জন্য নদী ভাঙনে রোধে প্রকল্প অনুমোদন দিয়েছেন। হাতিয়ার সর্বস্তরের জনগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST