মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা,প্রতিনিধ।
আজ (৩ নভেম্বর)অদ্য দুপুর ১২.৪৫ এর সময় চকরিয়ার কাকারা ইউনিয়নের আওতাধীন পুলের ছড়া ২নং ওয়ার্ডস্থ এনাম সাহেবের বাড়ির পূর্ব পাশে চলন্ত টমটম গাড়ি থেকে পিছলে পড়ে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝুমুর (২৫)নামে ২ সন্তানের জননী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সেই বাটাখালী এলাকার কামাল উদ্দীন ড্রাইভার স্ত্রী ও পূর্বকাকারা পাহাড়তলী ৯নং ওয়ার্ডের মোঃ উসমান প্রকাশ (মনু) এর মেয়ে বলে জানা গেছে।
এলাকার লোক জন জানাই তারা দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়,কিন্তু বেপরোয়া টমটম গাড়ি চালানোর জন্য তার এভাবে তার মৃত্যু হয়
এদিকে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করছেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                