সালাউদ্দীন কয়রা (খুলনা) প্রতিনিধি :
কয়রায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, অসচ্ছল ও সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) ২০২৪ বিকাল ৫ টায় ৩০ মিনিটে ইফতার বিতরণের এই অনুষ্ঠান শুরু হয়।
খুলনা জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি চৌধুরী মো: রায়হান ফরিদ এর পক্ষে মো: আয়াতুল্লাহ শরীফ এর আয়োজনে কয়রা সদর ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় এ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইফতার বিতরণে অংশ নেন জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রোকনুজ্জামান কাজল, কয়রা সদর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি মো: ইখতিয়ার উদ্দীন হিরো, সাবেক ছাত্রলীগ নেতা মো: ইউনুস আলী বাবু, সদর ইউনিয়নের শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: মেহেদী হাসান লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রাজু আহমেদ,মহারাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আক্তারুল ইসলাম, মোশাররফ হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।