মোঃ মারুফ ইসলাম কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দরিদ্র ও আয়হীন শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে ৩০ জন অসহায় শিক্ষার্থীদের কে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা বৃত্তি মোট ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের হল রুমে এ শিক্ষা বৃত্তি প্রধান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মো জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভালো একটা উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের, প্রজেক্ট সুপার ভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছে।