ঢাকাFriday , 10 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কাউন্সিলর টিপু হত্যার দায়ে আ’লীগ নেতা চালুসহ আটক ২,সফর সঙ্গী নারী পলাতক।

    দেশ চ্যানেল
    January 10, 2025 10:03 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    গতকাল বৃহস্পতিবার খুলনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার দায়ে কক্সবাজার থেকে খুলনার আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু সহ ২ জনকে আটক করেছে কক্সবাজার এলাকা থেকে র্্যাব ১৫ এর একটি চৌকস দল ঘটনার বিবরণে জানা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের সামান্য দূরে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খুলনার দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

    এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৫। চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক অপরজন মেজবাহ হক ভুট্টো। তিনি কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা। র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়।

    তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন। এদিকে হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পায়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে।

    এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান আব্দুস সালাম। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।এবং তাৎক্ষণিক খুলনা দৌলতপুর থানা সহ সদর থানা সোনাডাঙ্গা থানা ও খালিশপুর থানার সাথে কক্সবাজার থানা পুলিশ যোগাযোগ করে বিষয়টি অবগত করলে খুলনা পুলিশ মারফত বিষয়টি তাৎক্ষণিকভাবে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং খুলনার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সূত্রে খুলনার স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচার করেছে। তবে হত্যার দায়ে অন্ধ জনক ভাবে যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করছে কক্সবাজার জেলার পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্তাগণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST