ঢাকাSaturday , 12 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কাগজের তৈরি কলম, কালি শেষ হলেই, মাটিতে পুঁতে দিলেই গজাবে গাছ।

    দেশ চ্যানেল
    August 12, 2023 10:16 am
    Link Copied!

    ইয়াছিন আলী ইমন
    কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলার,কালীগঞ্জ ইউনিয়নে পরিবেশবান্ধব কাগজের তৈরি কলম (গ্রিন পেন) বানিয়ে সুনাম কুড়িয়েছে গ্রিন ইকো নামের একটি সামাজিক সংগঠন। কলমটির বৈশিষ্ট্য হলো কালি ফুরালেই কলমটি মাটিতে পুঁতে রাখলে জন্ম নেবে সবুজ গাছের চারা।এ কলমটি জলবায়ুর জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবে। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে বেশ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জয় চৌধুরী।কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দকুটির গ্রামের গণেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকায় উদ্যোগ নেন কাগজের কলম তৈরি করার।প্রথমে সঞ্জয় চৌধুরী ও সুমন চৌধুরী দুই ভাই মিলে এ কাজ শুরু করলেও এখন তার প্রতিষ্ঠানে ১৫-২০ জন নারী কাজ করেন।কারখানায় কাজ করা দশম শ্রেণির ছাত্রী আমেনা খাতুন বলেন,আমরা দরিদ্র পরিবারের মানুষ। লেখাপড়ার পাশাপাশি গ্রিন ইকো কারখানায় কলম তৈরির কাজ করি। আমার মতো গ্রামের আরও ১০-১৫ জন নারী কাগজের তৈরি কলম বানাই। এখান থেকে যে বাড়তি আয় হয় তা দিয়ে নিজে চলি, বাকি টাকা সংসারের কাজে লাগাই।

    ছবি : দেশ চ্যানেল

    ইয়াসমিন আরা নামের আরেকজন বলেন,গ্রিন ইকো সংগঠনটি গ্রামে আমার মতো অনেক বেকার নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। সাংসারিক কাজ শেষে আমরা কলম তৈরি করি। এতে সংসারের বাড়তি আয়ও হচ্ছে।এ বিষয়ে গ্রিন ইকো সংগঠনটির প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরী বলেন, কলমটি ৯৫ শতাংশ পরিবেশবান্ধব। কাগজের তৈরি কলম তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হলো হুমকির মুখে থাকা জলবায়ুর পরিবর্তনে কিছটা ভূমিকা রাখা। কেননা বাজারের প্লাস্টিকের তৈরি কলম পরিবেশের জন্য খুবই হুমকির। তাই কাগজের তৈরি কলমের পেছনের অংশে বিভিন্ন জাতের গাছের বীজ দিয়ে এঁটে দেই। কালি শেষ হলে সেই কলমটি পুঁতে রাখলে সেখান থেকে সবুজ গাছের চারার জন্মাবে।কুড়িগ্রাম বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। কুড়িগ্রাম বিসিক শিল্পনগরীর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা ওই সংগঠনটিকে সহযোগিতা করবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST