রাসেল কবির//বরিশালের কাজীরহাট থানা লতা ইউনিয়নের ১৪ নং বাংলাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় টি ভাঙ্গাচুরা ও জরাজীর্ণ ভবনে কোমলমতি শিশুদের নিয়েই চলছে পাঠদান। সরজমিন ঘুরে দেখা গেছে ভবনের পিলার ভেঙ্গে পড়ছে ছাদ থেকে পলেস্টার খসে পড়ছে। ভবনের দরজা জানালা বেহাল অবস্থা।ভবনটি নির্মাণ হয় ২০০৬ সালে ১১,৩৪৬৫০/( ১১ লক্ষ ৩৪ হাজার ৬৫০) টাকা ব্যয় করেন। এল জি ই ডি বাস্তডবায়নে বর্তমানে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খান এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানে ২০৩ জন শিক্ষার্থী নিয়ে ৮ জন শিক্ষক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান শিক্ষা দিচ্ছে।ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা জানায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ছাতা মাথায় নিয়ে পাঠদান করে ছাদ থেকে পানি পড়ে। বিদ্যালয় প্রধান শিক্ষক ছালে ইমাম জানায় মেহেন্দিগঞ্জ শিক্ষা অধিদপ্তর এটি ওর নিকট আবেদন করা হয়েছে। জরাজীর্ণ ভবনে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতি দ্রুত সংস্কার করা জরুরী বলে মনে করি।

