রাসেল কবির// বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের। আলামিন চোরকে গ্রেফতার করে কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, গত সপ্তাহে মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে। আলামিন বাকেরগঞ্জ ও উপজেলার জৈনিক মাহাবুব নামে এক চোর কে সাথে নিয় । মেঘনা নদী থেকে ইঞ্জিল বাহিত একটি কাঠের ট্রলার চুরি করে নিয়ে আসে। অতঃপর চোরাই ট্রলারটি পশ্চিম রতনপুর ৩ নং ওয়ার্ডের বজলু ঘরামির দোকানের পিছনে খালের ভিতরে বেঁধে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সংবাদ পেয়ে । দ্রুত কাজিরহাট থানার এস আই মোরশেদ এবং এস আই মামুন সহ সঙ্গীয় ফোর্সঘটনা স্থলে গেলে। মাহাবুব কে ট্রলার সহ আটক করে ও আলামিন দৌড়ে পালিয়ে যায়। অতঃপর এস আই মোরশেদ বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেনএই মামলা করে। ৭/১১/২০২৫ তারিখে। অবশেষে মাহবুবকে মামলার সূত্রে আদালতে পাঠান। এই মামলার ধারাবাহিকতায়। আজ ১১ ই নভেম্বর আনুমানিক সকাল আটটায়। ভাসান চর এলাকার সাত হাজার বিঘা থেকে। গোপন সংবাদ এর ভিত্তিতে। এস আই মামুন। আলামিন চোরকে গ্রেফতার করেন। অতঃপর আদালতে পাঠিয়ে দেন। থানা সূত্রে জানাযা, আন্ত:জেলা চোর আলামিনের বিরুদ্ধে এক ডজনের বেশি বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।

