রাসেল কবির কাজিয়ার থানা প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানায় গতকাল রাত্র আনুমানিক বারোটা ২০ মিনিটে, ১৭সেপ্টেম্বর কাজিরহাট থানার এসআই মামুন সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারি পরোয়ানা ও মাদক উদ্ধারের অভিযানের উদ্দেশ্যে। কাজির হাট বাজারে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায়। ২ নং লতা ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ৬ নং ওয়ার্ডে নাসির খানের নির্মাদিন বিল্ডিং এর সামনে কাঁচা রাস্তায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদক ইয়াবা বেচাকেনার অবস্থান করিতেছে। অতঃপর এসাই মামুন ঘটনাটি কাজিরহাট থানার ওসি মিজানুর রহমানকে অবগত করেন। মিজানুর রহমানের নির্দেশক্রমে এসাই মামুন দ্রুত ঘটনাস্থলে যান। তাদের টেরপাইয়া মাদক বিক্রেতা রিফা হাওলাদার,, রায়হান ওরফে রাহাত খান দৌড়াইয়া পালাবার চেষ্টা চালায়। তখন এসআই মামুন সঙ্গীও ফোর্সের সহযোগিতায় রিফাত ও রায়হানকে ধরে ফেলে। তখন তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের নাম ঠিকানা সঠিকভাবে বলেন। ঘটনা স্থলে উপস্থিত সাক্ষী মজিবর চাপরাশি পিতা মৃত্যু আফসার উদ্দিন চাপরাসি। আসুলি সন্তোষপুর আরো অন্যান্য সাক্ষীদের সম্মুখে। রিফাতকে তল্লাশি করে তাহার সাথে থাকা আটপিস ইয়াবার কথা পুলিশের কাছে স্বীকার করেন। তখন রিফাতেরঙ পরনে থাকা নেবি বুলু প্যান্টের পকেট থেকে তল্লাশি করে। কাগজে পেঁচানো ৮ পিস কি ব্যাপার ট্যাবলেট উদ্ধার করেন। অতঃপর তাহাদেরকে কাজিরহাট থানায় নিয়ে এসে। অতঃপর এসআই মামুন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। এলাকা সূত্রে জানা যায় রিফাত দীর্ঘদিন মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এ ব্যাপারে কথা হয়। ০কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান কাজিরহাট থানা একটি মাদকমুক্ত এলাকা গড়তে চাই। আমাদের অভিযান অব্যাহত থাকবে।