রাসেল কবির// গ্রামীণ জনপদের অপর নাম ভোগান্তি। নদী গর্ভে ব্রিজ চলে যাচ্ছে স্থায়ী প্রশাসন কর্তাবাবু ভূমিকা নেয়নি। এমন এক দৃশ্য দেখা গেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ১নং আন্দারমানিক ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সহরিকান্দি ও পূর্ব ভংগা লতার নদীর তীরবর্তী স্থানে। স্থানীয়রা জানিয়েছে এই পাটা ব্রিজ প্রায় ৫ বছর পূর্বে নির্মান করা হয়। এতে সফল হয়েছে ২ গ্রামবাসী সহ পথচারীদের। দীর্ঘ ১ বছর যাবত লতা নদী ভাঙ্গনের কবলে পড়ে ব্রিজ নদী গর্ভে চলে যাচ্ছে। অভিযোগ রয়েছে বিকল্প ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।ওই এলাকার নয়ন ঘরামী, মাইনুল হাসান জানায় ব্রিজ দিয়ে সাধারণ মানুষ পারাপার হতে পারছে না। বিকল্প মধ্যম ব্যবস্থা করলে অথবা পার্শ্ববর্তী স্থানে পারাপারের মাধ্যম ব্যবস্থা করে দিলে সহজ হবে বলে মনে করেন। আলীখার হাট বাজারের একাধিক ব্যবসায়ীরা জানায় একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপ করলেন জানাগেছে। বেরি বাধের সন্নিকটে ব্রিজ চলে যাচ্ছে লতা নদীতে। বিকল্প ব্যবস্থা না করলে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে। স্থানীয় সুশীল সমাজের লোকজনরা জানায় অতীব ব্রিজ অন্যত্র স্থানে নির্মাণ করা জরুরী বলে মনে করেন। এ বিষয়ে আন্দামানিক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সাথে আলাপ করলে তিনি জানায়। স্থানীয়রা আমাকে অনেকেই অবগত করিয়াছে গ্রামীণ জনপদ দুঃখ দুর্দশা কথা ভেবেই অচিরেই আমি মেহেন্দিগঞ্জ উপজেলা মিটিং-এর মাধ্যমে আলোচনা করিব। সাধারণ মানুষ অতি সহজে আসা যাওয়া করতে পারে।

