রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের কাজিরহাট একতা ডিগ্রি কলেজ মাঠে ৫২ তম আন্ত:ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায়। উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন উদয়পুর এম এ হাই স্কুলের প্রধান শিক্ষক এবিএম মনজুর মোরশেদ।সাবেক ছাত্রদল সভাপতি সাবেক যুবদল সভাপতি দুইবার সাবেক সাধারণ সম্পাদক সাবেক স্বনির্ভর সম্পাদক মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি মো: নাজমুল হক তিনু ভূঁইয়া। তিনি ক্রিয়া মোদীদের উদ্দেশ্যে বলেন খেলাধুলা ভালো এতে শরীরে চর্চা হয়। এবং প্রায় ২০ বছর পূর্বে কাজিরহাটে একটি ক্লাব ছিল ওই ক্লাবের সকল ধরনের খেলাধুলার মান ভালো ছিল। ভাসান চর থেকে পুরস্কার অর্জন করেছে। এছাড়া কাজিরহটের পক্ষ থেকে কাবাডি খেলায় কুষ্টিয়া থেকে মেয়েরা পুরস্কার অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। এভাবে তোমরাও ভালো ভাবে খেলাধুলা করবে তোমরাও এগিয়ে যাবে। আরো উপস্থিত ছিলেন লতা ইউনিয় বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম শরীফ, সাবেক ছাত্রদল সভাপতি জগনাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বাকির হোসেন বাহা উদ্দিন। কাজিরহাট একতা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মনিরুজ্জামান মনি ও টিপু সিকদার। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। ১৫ নং আদর্শ নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ইব্রাহিম হোসেন হাওলাদার। আন্ত:খেলা পরিচালনায় করেন উদয়পুর এম এ হাই স্কুলের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করেন বিদ্যানন্দনপুর ইউনিয়নের এ ডি এম দাখিল মাদ্রাসা ও লতা ইউনিয়নের সন্তোষপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা। এই দুটি দল ফুটবল খেলায় প্রতিযোগিতা করেন এতে সন্তোষপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা জয়লাভ করেন ৩ -১ গোলে।