রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১৫ আদর্শ (জয়নগর) নগর ইউনিয়নের শরীফের চর এলাকায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ উভয়ের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও উভয় সূত্র জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে শরিফের চর এলাকার আবদুস ছত্তার মুন্সি গরু নিয়ে ঘাস খাওয়াতে যায় চরে। এসময় এলাকার দুর্বৃত্তরা চরে গরুর ঘাস খাওয়াতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে বলে জানান আহত ছত্তার মুন্সি। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারধর ও বসতঘরে হামলা চালান তারা। এই হামলায় নেতৃত্ব দেন, আলাউদ্দিন বেপারী ও রাজ্জাক বেপারি বলে জানান আহত বারেক মুন্সি। তিনি আরো জানান, পার্শ্ববর্তী চরএককরিয়া ইউনিয়নের বাসিন্দা দুলাল শিকদার, মন্টু মোল্লা, সালাউদ্দিন, মনির বেপারি বেল্লাল চৌকিদার,মিন্টু বাঘা, আজগর পলবান, ফয়সাল বিশ্বাস, আনোয়ার বেপারীসহ ২০/২৫ জন ছিলো এই দলে। আহত সত্তার মুন্সির পুত্রবধূ জান্নাত জানান, হামলার সময় বাড়িতে কোনো পুরুষ ছিলোনা। হামলাকারীরা ঘরের সুকেজ ভেঙে নগদ ৩ লক্ষ টাকা ও ৯ ভড়ি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এই হামলার ঘটনায় আহতরা হলেন, সাত্তার মুন্সি(৬০) বারেক মুন্সি(৬০),(আলামিন মুন্সি(২৮), আনোয়ারা বেগম(৫৫), রিনা বেগম(৩৫), রুমা বেগম(৩৩) আছমা(২৭), সুরমা(২৪) ও শাকিল(১৪)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে প্রতিপক্ষের দুলাল সিকদার জানান, আগের দিন তারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের হামলায় ৩ জন আহত হয়েছে । আমরা সেই বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাদের সাথে হাতাহাতি ঘটনা ঘটে। কে বা কারা বাড়ি ঘরে মেয়ে ছেলেদের উপর হামলা চালিয়েছে তা আমরা জানিনা। হামলার বিষযে আদর্শ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাওলাদার সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে ২দিন আগে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে বিকেলে একপক্ষ বসত বাড়িসহ মহিলাদের উপর হামলা চালায়। তাতে ৭/৮জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাটি শুনেছি, থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

