রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মো: নবীউল ইসলামের সাথে ১২ ই ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কাজিরহাট থানা ভবনে কাজিরহাট থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন করেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহ্বান জানান। কাজিরহাট থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের কাজিরহাট থানা একটি সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত এলাকা গড়ার আশ্বাস দেন এবং সাংবাদিক কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন । সভায় সাংবাদিকদের ভিতরে বক্তব্য রাখেন। কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি, এস এম শাহ আলম বক্তব্যের ভিতরে কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কথা ব্যক্ত করেন।কাজিরহাট থানার ওসি নবিউল হাসানের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের ভিতরে উপস্থিত ছিলেন। কাজিরহাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির সাংগঠনিক সাইফুল ইসলাম, আবু হানিফ, তানিম হোসেনসজীব, বাকি উল্লাহ খান। সজিব খান, জুনায়েদ প্রমুখ।

