ঢাকাSaturday , 17 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাট নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে আহত – ২-

দেশ চ্যানেল
January 17, 2026 1:44 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি-

বরিশাল জেলা মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কাজিরহাট বাজার সংলগ্ন উদয়পুর স্কুলের পাশের নির্মাণাধীন রাস্তায় একটি মালবাহী অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি চালক ও একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার বিবরণ :স্থানীয় সূত্রে জানা গেছে, উদয়পুর স্কুলের পাশের রাস্তাটিতে বর্তমানে সংস্কার কাজ চলমান রয়েছে। রাস্তাটি অত্যন্ত সরু এবং চলাচলের অনুপযোগী হওয়া সত্ত্বেও জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আজ সকালে পণ্যবোঝাই একটি অটো গাড়ি বাজার অভিমুখে যাওয়ার সময় ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সরু ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি অতিক্রম করার সময় গাড়িটি ভারসাম্য হারিয়ে উল্টে নিচে পড়ে যায়।

উদ্ধার অভিযান ও বর্তমান অবস্থা: দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে কৃষকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় অটোতে থাকা কৃষিপণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা ওই দরিদ্র কৃষকের জন্য এক বড় বিপর্যয় নিয়ে এসেছে।

স্থানীয়দের ক্ষোভ: এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তার কাজ চলায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় পর্যাপ্ত হাঁটার জায়গা নেই এবং মালামাল পরিবহনের কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান:

“রাস্তার কাজ চলায় গাড়ি যাওয়ার তো দূরে থাক, ঠিকমতো হাঁটার জায়গাও নেই। বাধ্য হয়ে মানুষ এই ভাঙা ও সরু পথ দিয়েই যাতায়াত করছে। আজ এই অবহেলার কারণেই দরিদ্র কৃষককে সর্বস্বান্ত হতে হলো।”

বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা ও হাহাকার বিরাজ করছে। দ্রুত রাস্তার কাজ শেষ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST