মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে স্থানীয় আওয়ামী লীগের দু-গ্রুপের কোন্দলে ছোরা বোমায় আহত পথচারী প্রবাসী মোঃ সুজন সরদার(৩২)।
চিকিৎসারত অবস্থায় ঢাকায় মারা গেছেন।
গতকাল দুপুরের দিকে এঘটনা ঘটে।
জানা যায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের মিরাজ সরদার ও কাইয়ুম মৃধার দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অর্ধশত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মটরসাইকেল যোগে ফাসিয়াতলা যাওয়ার পথে খালেকেরহাট এলাকায় পৌঁছাল প্রবাসী সুজন সরদার(৩২) বোমায় মারাত্তক আহত হন। আহত সুজনকে ঘটনা স্থান থেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরন করেন। আজ(১৫ নবেম্বর) শুক্রবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় মারা যান। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী,কিছুদিন পূর্বে ছুটিতে আসেন।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির জানান, মারা যাওয়ার সংবাদ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।