ঢাকাSunday , 15 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালকিনিতে কৃষকলীগ নেতার নেতৃত্বে অসহায় পরিবারের শতাধীক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ॥ বিচারের দাবীতে বিক্ষোভ।

    দেশ চ্যানেল
    December 15, 2024 10:12 am
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহজামাল হাওলাদার-(৫০) নামে এক অসহায় কৃষকের প্রায় শতাধীক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলার ও তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতাসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে আজ(১৫ ডিসেম্বর) রোববার সকালে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন।

    এসময় উপস্থিত ছিলেন শাহজামাল হাওলাদার, মো. ইসমাইল, আলমগীর হাওলাদার, মো. সোনা মিয়া সরদার, এমদাদুল হক, রাশিদা বেগম ও কমলা বেগমসহ প্রায় অর্ধশত লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ শাহজামাল হাওলাদার একই গ্রামের মহব্বত আলীর ছেলে মোসলেম উদ্দিনের কাছ থেকে প্রায় নয় বছর পূর্বে ২০ শতাংশ জমি ক্রয় করেন। পরে তার ক্রয়কৃত জমিতে জাহজামাল বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন ও চাষাবাদ করে আসছেন। পরে কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে ওই অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং তার চাষ করা জমি দখলে নিয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী শাহজামাল। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতা মন্টু, মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী ও মারধোর করে আসছেন বলে জানা গেছে।

    ভূক্তভোগী অসহায় কৃষক শাহজামাল হাওলাদার কান্না জরিত কণ্ঠে বলেন, সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে আমার বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং আমার চাষ করা জমি দখলে নিয়ে গেছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা আমাকে জীবন নাশের হুমকী দিয়ে আসছে।

    স্থানীয় মো. সোনা মিয়া সরদার ও এমদাদুল হকসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, মন্টু বাহিনী অনেকের জমি দখলে নিয়েছে। আমরা এর বিচার চাই।

    কৃষকলীগ নেতা মন্টু বলেন,কাগজের পক্ষে আমি।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, গাছ কাটার ও জমি দললে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST