মোঃ আতিকুর রহমান আজাদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় নির্দোষীদের নাম দিয়ে হযরানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার কালকিনি থানা পুলিশ বাদি হয়ে এ মামলাটি দায়ের করে।
মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ১৭ নবেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়কে ঘীরে আওয়ামী লীগ দুইদিনের সাটডাউনের কর্মসুচি ঘোষনা করেন। সাটডাউনের প্রথমদিনে ঢাকা বরিশাল মহাসড়ক মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলার মধ্যেবর্তি স্থান ভোররাতে গোপালপুর এবং মেলকাই নাম স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছরিয়ে ও রাস্তার পাশে থাকা গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধ ও নাশকতা করেন এবং সেই নাশকতায় অংশ নিয়ে আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি লাইফে এসে বর্তমান সরকার বিরোধী বক্তব্য প্রদান ও বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় প্রায় চার ঘন্টা বন্ধ থাকে ঢাকা বরিশাল মহাসড়কটি। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সহযোগীতায় দুই ঘন্টা পরিশ্রম করে মহাসড়কটির যানচলাচল স্বাভাবিক করেন।
এঘটনায় কালকিনি থানার এস আই আবু তালেব বাদি হয়ে ৫০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত একটি নাশকতা মামলা দায়ের করেন। এতে নির্দোষীদের নাম উল্লেখ করে উক্ত মামলায় আসামী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নামপ্রকাশে অনে”ছুক একাধিক ভূক্তভোগীরা জানান, আমরা আওয়মীলীগ না বিএনপি না। ওখানে ছিলামও না। তারপরও আমাদের হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য নাম দিয়েছে মনে হয়। আমরা এ মামলা হতে অব্যাহতি চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, এরকম অনেকে বলেছে ,যে আমরা ছিলাম না। যদি তদন্তে না পাওয়া যায় অবশ্যই তাদের নাম বাদ দেয়া হবে।

