মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ ও কালকিনি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মানবপাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।সবুজ মিয়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকার সেলিম রেজার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার, বিস্ফোরন, নারী শিশু, নারী অপহরন, ধর্ষন মামলা সহ একাধীক মামলার অভিযোগ রয়েছে।
কালকিনি থানার তদন্ত (ওসি) নুরুল আমিন জানান, সবুজ মিয়ার বিরুদ্ধে মানবপাচার, বিস্ফোরন, নারী শিশু, নারী অপহরন, ধর্ষন মামলা সহ একাধীক মামলার অভিযোগ রয়েছে। আমরা রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মানবপাচার মামলায় তাকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।