জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়নগর ইউনিয়নের দেবদুন এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, চাইনিজ কুড়াল, হাসুয়া, ছুরি, তরবারি, কোঁচ, সেনাবাহিনীর ইউনিফর্ম ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন ইব্রাহিম কাজী (৩২), ফরহাদ শেখ (২৫), ইসরাফিল মুন্সি (১৬), জাহিদুল ইসলাম (২২) ও আব্দুল কাদের (২১)। তাদেরকে জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

