রশিদুল ইসলাম
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি
অদ্য ০৫ নভেম্বর ২০২৩ ইং
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়ন এর ঐতিহ্যবাহী চামটা হাট। চামটাহাট বিশেষ করে নামধাম গরুর আমদানি নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া থেকে প্রতি রবিবার ও বুধবার হাটের দিন গরু/মহিষ/ছাগল ক্রয় করার উদ্দেশ্যে তারা আসেন। কিন্তু এদিকে কাঁচা বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। সিন্ডিকেট করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষীরা হতাশাগ্রস্থ তাঁরা বলছেন আবহাওয়া খারাপ হওয়ার পরেও অনেক কষ্ট করে ফসল উৎপাদন করতে হয়। কিন্তু আমরা উৎপাদিত ফসলের সঠিক মূল্য বাজারে পাইনা। আমাদের নিজ উৎপাদিত পিঁয়াজ বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীরা বাজার মূল্যের অর্ধেক দাম বলে। শুধু কি তাই উৎপাদিত কোনো ফসলেরই সঠিক ভাবে মুল্য পাইনা। ক্রয়মুল্যের দ্বিগুণ হারে লাভ করছেন ব্যবসায়ীরা।
আজকের বাজারে কৃষকের বিক্রয় মূল্যঃ মুলা-১২ টাকা, বেগুন-৩০ টাকা, ফুলকপি-৩০ টাকা, বাঁধা কপি-৩৫ টাকা, লাউ-৩০ টাকা, করলা-৪০ টাকা, পটল-৪০ টাকা, চিচিঙ্গা-৪০ টাকা, কচু-৩৫ টাকা।
এদিকে অশাধু ব্যবসায়ীরা বিক্রয় করছে দ্বিগুণ মল্যে
মুলা-২৫ টাকা, বেগুন-৬০ টাকা, ফুলকপি-৬০ টাকা, বাঁধা কপি-৭০ টাকা, লাউ-৬০ টাকা, করলা-৮০ টাকা, পটল-৮০ টাকা, চিচিঙ্গা-৮০ টাকা, আলু-৬০ টাকা, পিঁয়াজ-১২০ টাকা রশুন-১৮০ টাকা, কচু-৬০ প্রতি কেজি হারে বৃদ্ধিতে বিক্রয় করছে। তবুও ব্যবসায়ীরা বলছে পোষায় না।
এ বিষয়ে হাট বাজার কমিটির সাথে কথা বলতে গিয়ে শোনা যায় এ ব্যাপারে কিছুই জানেন না তারা। ক্ষুতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
স্থানীয় ভোক্তারা জানান সিন্ডিকেট এর সাথে বাজার কমিটিও আছেন। আমরা কি এর প্রতিকার পাবো।