আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
অনুষ্ঠানে ৩০১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালী জাতির এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। সেই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। এ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রৌমারী উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সি,জি,জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম মিনু, সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান,রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী,
জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী (নৌকার প্রতীক) তথ্য গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান তিন নং বন্দবেড় ইউপি, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ রৌমারী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারগণ৷রৌমারী সি,জি,জামান হাই স্কুল মাঠে বিজয় দিবস উদযাপন, দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন । এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ শাহার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি।
এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর সবুর , বীরমুক্তিযোদ্ধা ডাক্তার নইমুদ্দিন আকন্দ, আব্দুল করিম, শামসুল হক, শহীদ পরিবারের সদস্যগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে ৩০১ জন বীর মুক্তিযোদ্ধাও তার পরিবারের মাঝে সম্মাননা প্রদান করা হয়।