কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি
সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক ডা. জুবাইদা নাসরীন।
এসময় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মঞ্জুর—এ—মুর্শেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডা. আকতার ইমাম, সহকারি পরিচালক ডা. হাসনিন জাহান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মোনাক্কা আলী, বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।