ঢাকাMonday , 6 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

কুষ্টিয়া সরকারি কলেজের ২ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল করতে শিক্ষার্থীদের মানববন্ধন ।

Link Copied!

মিফতা-কুষ্টিয়া প্রতিনিধি ::

কুষ্টিয়া সরকারি কলেজর ২ জন শিক্ষকের বদলি আদেশ বাতিল করে পুনরায় পদায়নের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উক্ত কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই জন শিক্ষক কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের মোঃ আব্দুল বারী সহযোগী অধ্যাপক (ইনসিটু) ও মো: তরিকুল ইসলাম সহকারী অধ্যাপক (ইনসিটু)  হিসেবে কর্মরত রয়েছেন।

 

সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বারী  খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা ও সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাতে বদলির আদেশ পান। মানববন্ধনে অংশগ্রহণকারী কুষ্টিয়া সরকারি কলেজের  রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত বলেন  মোঃ আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার শুধু পড়ালেখাই না, তিনি প্রতিটি শিক্ষার্থীর সার্বিক খোঁজ রাখতেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকতেন। এমন শিক্ষককে তারা হারাতে চান না।অন্য আর একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বাঁধন বলেন আমাদের রসায়ন বিভাগের

 

মোঃ আব্দুল বারী স্যার  ও তরিকুল ইসলাম স্যার কে

বদলি আদেশ বাতিল করে পুনরায় পদায়নের দাবি জানায় আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও একাদশ,দ্বাদশ ও

 

অর্নাস শাখার সকল বর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

 

এ বিষয়ে মোঃ আব্দুল বারী ও তরিকুল ইসলাম বলেন সরকারি চাকরি করলে বদলি বিষয়টি মেনে নিতে হয়। তবে দীর্ঘদিন এক জায়গায় থাকায় ওই স্থানের মানুষের সাথে একটি বন্ধনের সৃষ্টি হয়েছে। যা কোনোদিনই তাদের  পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। তিনি তার বদলিজনিত বিদায় সকলকে মেনে নেওয়ার অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST