কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে পাবনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Spread the love

আবুজর গিফারী,
বেড়া উপজেলা প্রতিনিধি।

আজ ৩০শে জুলাই ২০২৩, রবিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত নেতাকর্মীসহ সকল আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক রেজাউল করিম সহ পাবনা জেলার অন্যান্য নেতৃবৃন্দ। পাবনা জেলা বাসটার্মিনাল মোড় থেকে বেলা ২ ঘটিকার সময় মিছিলটি শুরু হয়ে মুজাহিদ ক্লাব মোড় প্রদক্ষিণ করে আবার বাস টার্মিনাল হয়ে মনসুরাবাদ প্রকল্প পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল। মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব আবু তালেব মন্ডল বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। তিনি বলেন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। দুর্নীতি আর জুলুম এর রাজত্ব কায়েম করেছে , যায় ফলে দেশে নিরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন সরকার তার ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী নেতাকর্মী ও আলেম ওলামাদের গ্রেফতারের মাধ্যমে দেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করেছে।
সমাবেশের মাধ্যমে তিনি জামায়াত ইসলামের আমীর ড: শফিকুর রহমান সহ বিভিন্ন দলের বন্দী নেতা কর্মী ও কারাবন্দি সকল আলেমের মুক্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি ছিল। সমাবেশে পুলিশ এর দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ দেন এবং পরবর্তীতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *