ঝিনাইদহ জেলা প্রতিনিধি
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে অজ্ঞাত স্থান থেকে পাঁচ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
তারই অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগ। শনিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারা হুডি জ্যাকেট এবং মুখে মাস্ক লাগিয়ে এ লিফলেট বিতরণ করে। এ সময় কাউকে চেনা যায়নি বলে জানান স্থানীয় দোকানদাররা। লিফলেট বিতরণের খবর ছড়িয়ে পড়ললে থানা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন ও জেলা বিএনপি নেতা ফারুক হোসেন খোকনের নেতৃত্বে তাৎক্ষণিক একটা প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় উপস্থিত সমাবেশ থেকে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যারা শান্ত কোটচাঁদপুরকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে বিশেষ অনুরোধ জানান।
ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এক অনলাইন পোস্টে পাওয়া খবর থেকে জানা যায়, ১লা ফেব্রুয়ারি থেকে টানা পাঁচদিন সারাদেশসহ কোটচাঁদপুরেও এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।আওয়ামী ফ্যাসিস্ট ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ কর্তৃক স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা রুখে দিতে ও জুলাই বিপ্লবে হাসিনা সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (২রা ফ্রেব্রুয়ারি) বিকাল তিনটায় মেইন বাস স্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের পায়রা চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান, হোসাইন আহমেদ, যুগ্নু সদস্য সচিব আল শাহরিয়ার অভিক, সংগঠক হৃদয় আহমেদ, সদস্য ফয়েজ আহমেদ অনিক, আলী হাসান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে খুন গুম ধর্ষণ ও অর্থপাচারসহ বহু কুকর্মের রূপকার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগকে হুশিয়ার করে বলতে চাই, আপনারা অজ্ঞাত স্থানে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। আমাদের শান্তিপ্রিয় কোটচাঁদপুরকে অশান্ত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করার অপচেষ্টা করলে। আমরা ছাত্র জনতা (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের) আপনারদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ।