মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য নিয়ে
জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কোটচাঁদপুরের (ঝিনাইদাহ) আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, উপজেলা ,কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান , মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, পল্লীসঞ্জয় কর্মকর্তা শাইলা শারমিন, কৃষি বিদ নাজমুল সাখিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ টিপু সুলতান। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপকারভোগী কৃষকরা। ইঁদুর দমন অভিযান উপলক্ষে উছেন মে বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ইঁদুরের সমস্যা নেই। এদের উপদ্রবে পৃথিবীর বহুদেশে চরম দুর্যোগ নেমে এসেছে। মানবজীবনে ইঁদুরের ক্ষতিকর ভূমিকা অপরিসীম।
ইঁদুর মানুষ এবং গৃহপালিত পশুপাখির মূলত চারভাবে ক্ষতি করে থাকে। প্রথমত মাঠের কৃষিশস্য খেয়ে; দ্বিতীয়ত গুদামজাত খাদ্যশস্য খেয়ে ও নষ্ট করে; তৃতীয়ত অবকাঠামোর ক্ষতি করে ও চতুর্থত মানুষ ও পশুপাখির রোগজীবাণু বহন করে এবং মাঠের কৃষিশস্যের চরম ক্ষতি করে। তাই আসুন সকলে মিলে ইঁদুর দমন অভিযান সফল করি।