ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত

দেশ চ্যানেল
January 16, 2024 3:08 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী (সোমবার) এশার নামাজের পর বলুহর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরান মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন যশোরের তরুণ আলোচক স্বনামধন্য অনলবর্ষী হাফেজ মাওলানা আবুজার গিফারী।
তিনি ঈমান ও আমল সম্পর্কে আলোচনা করেন। সকলকে মহান আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলেন। নামাজ জান্নাতের চাবি। সকলকে তওবা করে আর জীবনেও কোন গুনাহ না করে মহান আল্লাহর বিধান মেনে চলার আহবান করেন। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আল্লাহর ইবাদত করতে হবে। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে এবং আল্লাহর আদালতে বিচারের সম্মুখিন হতে হবে। তাই কিয়ামতের ময়দানে হিসাব যেন সহজ হয় এবং ঈমানদার বান্দা হিসেবে উঠতে পারি সেজন্য আল্লাহর ইবাদত করতে হবে। সবাইকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার আহবান করেন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা ভাল মন্দ সব আমল লিখে রাখেন। তাই সকলের ভাল আমল যেন ফেরেশতাদ্বয় লিখে সেজন্য ভালো আমল করতে হবে।
তাফসীরুল কোরান মাহফিলে পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা করা হয়।
এছাড়াও আলোচনা করেন হাফেজ মুজাহিদ, হাফেজ আবু সাঈদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওমর ফারুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST