আবদুর রহিম, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জে ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
এরই ধারাবাহিকতায় সিরাজপুর ও চরপারবর্তী ইউনিয়নের যৌথ উদ্যোগে কে.টি.এম হাট বাজারে এক মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপারবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা এখন প্রতিযোগিতার লড়াইয়ে নেমেছি, ধানের শীষ প্রতীক পেয়েছি। এখন আর প্রতিযোগিতা নয়, এখন সহযোগিতা দরকার। ধানের শীষ যার,আমরা তার।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে কে.টি.এম হাট থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

