কোম্পানীগঞ্জ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী আন্তজিলা বাস মালিক সমিতির সম্মাননা মধ্য দিয়ে সদস্যের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ মে সকাল ১১ টার সময় নোয়াখালী আন্তজিলা বাস মালিক সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাসটার্মিনাল বাস মালিক সমিতির অফিসে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য মিজানুর রহমান দীর্ঘ ৮ বছর বাসের মালিক হয়ে তার মালিকানা বিক্রি করে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলে সুমিতির নিয়ম অনুযায়ী তার প্রাপ্য সম্মানি ভাতা তার হাতে তুলেদেন।
এই উপস্থিত ছিলেন সুমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ জাবেদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক এই ছাড়া সুমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।