ঢাকাTuesday , 12 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতারের আয়োজন

    দেশ চ্যানেল
    March 12, 2024 12:59 pm
    Link Copied!

    নজরুল ইসলাম:

    দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ৫ম বারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে সিরাজগঞ্জের পরিবেশবাদী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ।

    জানা যায়, আজ (১২ মার্চ) বাদ আসর হতে

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশিক আহমেদের উদ্যোগে বিএ কলেজ রোড সংস্থার ২য় কার্যালয় থেকে কাজিপুর এলাকা পর্যন্ত প্রায় ১’শ প্যাকেট ইফতার সামগ্রী দরিদ্র, অসহায় ও ছিন্নমুল মানুষদের মাঝে বিতরন করা হবে।

    সংগঠনটির চেয়ারম্যান আশিক আহমেদ বলেন, প্রতিবারের ন্যায় এবার ৫ম বারের মতো আমরা সবার জন‌্য উন্মুক্ত বিনামূল্যে মাসব্যাপী ইফতার আয়োজন করেছি । এখানে প্রতিদিন অসহায়, দরিদ্র, ছিন্নমূলসহ প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হবে। পর্যায়ক্রমে বিতরনের সংখ্যা ও ইফাতারের আইটেম আরো বৃদ্ধি পাবে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসজুড়ে ইফতারের আয়োজনটি মূলত সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। এখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই।

    এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম বলেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জ সংগঠনটি সম্প্রতি নিবন্ধিত হয়েছে। জেলায় তারা পরিবেশ নিয়ে ভালো কাজ করছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তারা মাসব্যাপী অসহায় দরিদ্র মানুষের মাঝে যে ইফতার সামগ্রী বিতরন করার উদ্যোগ নিয়েছে এটা নিশ্চয় প্রশংসার দাবীদার। আমি তাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST