মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সেক্রেটারি ইউসূফ আলী আদনান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজীসহ আরও অনেকে।
বক্তারা দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষিত হচ্ছে অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষকরা আজও কাঙ্ক্ষিত গ্রেড ও মর্যাদা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, শিক্ষক সমাজকে বঞ্চিত রেখে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এসময় তাঁরা চার দফা দাবি তুলে ধরেন: ১. সহকারী শিক্ষক পদে নবম গ্রেড প্রদান ও বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ ২. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন ৩. চার স্তরবিশিষ্ট একাডেমিক পদসোপান চালু ৪. বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন। বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।