বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয় নিংড়ানো এই আর্তনাদের সুর দিয়ে জাতীয় সংগীত রচয়িতা বাংলা ভাষার সাহিত্যর অন্যতম উৎকর্ষ প্রাণ পুরুষ যিনি শুধু বাংলা ভাষায়ই নয় বিশ্বের অনেক ভাষায় লিখেছেন সাহিত্য, কবিতা, নাটক, প্রবন্ধ,রচনা করেগেছেন রবীন্দ্র সংগীত যে সকল গানের সুরের মুর্ছনায় আজও হৃদয় আকর্ষণ করে কোটি কোটি মানুষের সংগীত পিপাসু হৃদয়। তাছাড়া বিশ্ববাসীর প্রাণপ্রিয় লেখকের লেখনীতে সারা বিশ্বের সাহিত্যমনা মানুষের হৃদয় স্পর্শ করেছে সেই প্রাণপুরুষ জানার লেখনীর অগ্নি লেলিহানে বিশ্ব সমাদৃত বাঙালি জাতি পরিচিত আর সেই বাঙালি সাহিত্য মুকুট বিশ্বকবি রবি ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ। কবি গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদার সাথে কবিগুরুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আজ ২৫ বৈশাখ ৮ মে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কার্যালয়ে জাতীয় সংগীত কবিতা আবৃত্তি রবীন্দ্রসংগীত ও শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। পাশাপাশি বিশ্বকবির পৈতৃক ভিটা রূপসা নদী সংলগ্ন ঘাটভোগ এলাকায় তিনদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন এর ব্যবস্থা করেছে এই তিন দিনই দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতি মনা লেখক সাহিত্যিক গুণী ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হবে ঘাটভোগ রবি ঠাকুরের পৈতৃক ভিটায় গ্রন্থের মোড়ক উন্মোচন হবে বিভিন্ন লেখকের লেখা গ্রন্থ। মঞ্চে পরিবেশিত হবে দলীয় নৃত্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সহ নানান আয়োজন।
বিশ্বকবি রবি ঠাকুরের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে খুলনা উদীচী সংগঠনের সভাপতি বলেন বর্তমান বিশ্বের ফেসবুকের আধুনিকতার স্পর্শে ক্রমান্বয়ে স্বনামধন্য লেখকদের সনাতনী লেখনী গান কবিতা স্তম্ভিত হয়েছে। তাই আমাদের প্রত্যেকটি অভিভাবকদের উচিত বাংলার আলোকিত প্রাণোজ্জ্বল পুরুষদের মেধা ও গুণকীর্তির কথা দৃষ্টান্তর মাধ্যমে ধরে রাখার লক্ষ্যে গল্প কবিতা সাহিত্য সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মদের জ্ঞান উন্মোচন করা করে তোলা হয় তাহলে দেশের অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে প্রকৃত সাংস্কৃতি উদঘাটন হবে।
তাছাড়া রবি ঠাকুর এমনই একজন লেখক ছিলেন জানার লিখনিতে মানব জীবনের বিরহ আর্তনাদ প্রেম সহজ সব কিছুরই তৃষ্ণা মেটানোর ভাষা ছন্দ এবং সান্তনার বাণী খুঁজে পাওয়া যায় অতএব পৃথিবী যতদিন আছে বিশ্ব কবি রবি ঠাকুর মানবে হৃদয়ে চিরজীবী থাকবেন তানার লেখা কবিতা গান মর্মে মর্মে বাঁজবে আকাশে বাতাসে ভেসে বেড়াবে সুরের মূর্ছনা।