বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
বিগত ১৭ বছর যাবৎ প্রতারক হাসিনা সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাটের মহা উৎসব চলেছে চতুর্দিকে। যে কোনো শিল্প প্রতিষ্টান গড়ে তোলার নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পকেট শুদ্ধি করতে হয়েছে, নচেৎ কর্মকাণ্ড স্থগিত রাখতে হয়েছে। তেমন ঘটনা ঘটেছিল এক যুগ আগে শিল্প নগরী খ্যাত বিসিক শিল্প নগরীতে শিল্প প্রতিষ্ঠান গুলো পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সুবিধা পাওয়া থেকে কিন্তু রাজনৈতিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিংহভাগ কাজ শেষ হয়েও পথিমধ্যে থমকে পড়ে খুলনাবাসীর স্বপ্ন পাইপলাইনের চলমান গ্যাসের কাজ। যদিও কাজটি বেসরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানি কাজটি করে দিতে আগ্রহ প্রকাশ করেছে । তবে এক যুগ বন্ধ থাকা এই কাজটির সম্পূর্ণ করার লক্ষ্যে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন সময় মানববন্ধন ও আন্দোলন করেছে যার প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনেক কর্মকর্তা রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা চাকরিচ্যুত ও পরিবর্তন হওয়ার ফলে নব নিয়োজিত কর্মকর্তাগণ বিষয়টি নিয়ে নাড়াচাড়া দিয়ে একপর্যায়ে চলতি বছরের আগামী জুন নাগাদ প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন। যার ফলে খুলনার শিল্প কারখানায় প্রথমবারের মতো পাইপলাইনে আসছে গ্যাস।
প্রথম সংযোগ দেওয়া হবে বিসিক শিল্পনগরীতে। আগামী জুনের মধ্যে পাইপলাইন স্থাপন শেষ করে কারখানায় গ্যাস সরবরাহের আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্যের প্রসারে এ অঞ্চলে আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে খুলনাবাসী। খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে ২০১২ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত পাইপলাইন বসানো হয়। তবে এক যুগ পার হলেও পাইপলাইন দিয়ে আসেনি কোনো গ্যাস। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনার বিসিক শিল্প নগরীতে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে।
ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সরবরাহে নগরীর আড়ংঘাটা সিটি গেট স্টেশন থেকে শিরোমনি বিসিক নগরী পর্যন্ত আট কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে পাইপলাইন। আর যোগীপলে বসছে রেগুলেটিং মিটারিং স্টেশন।
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার বলেন, পাঁচ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প আগামী জুনের মধ্যে শেষ করার আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এর মাধ্যমে বিসিক শিল্প নগরীতে দৈনিক ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, শিল্প কারখানা ও বাণিজ্যের প্রসারে খুলনায় আরও বড় পরিসরে গ্যাস সরবরাহ করতে হবে।
বিসিক শিল্প নগরীর চারটি প্রতিষ্ঠান এরইমধ্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে প্রক্রিয়াধীন রয়েছে আরো বেশ কয়েকটি। এ সময় তিনি আরো বলেন বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানির পাশাপাশি যদি পাইপ লাইনে গ্যাসের সরবরাহ করা হয় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং উৎপাদিত পণ্যের দামও সহনীয় পর্যায়ে থাকবে।